STORYMIRROR

Laxman Bhandary

Others

4  

Laxman Bhandary

Others

গাঁয়ের মাটি স্বর্গ সমান সবার সেরা আমার গ্রাম আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)

গাঁয়ের মাটি স্বর্গ সমান সবার সেরা আমার গ্রাম আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)

2 mins
1

কবি লক্ষ্মণ ভাণ্ডারীর "আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)" যেন এক জীবন্ত চিত্রপট, যেখানে প্রতিটি শব্দে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের অনাবিল সৌন্দর্য ও সরল জীবনধারা। "গাঁয়ের মাটি স্বর্গ সমান, সবার সেরা আমার গ্রাম"—এই দুটি পংক্তি যেমন কবিতার মূল ভাব প্রকাশ করে; তেমনি গ্রামের প্রতি কবির গভীর ভালোবাসা ও আত্মিক টানকেও নির্দেশ করে।

কবিতায় বর্ণিত গ্রামের চিত্র মনকে ছুঁয়ে যায়। ছোট ছোট মাটির কুটির, সবুজ তরুছায়া, রাঙাপথ—এগুলো যেন এক শান্ত, স্নিগ্ধ পরিবেশের ছবি এঁকে দেয়। অজয়ের তীরের মনোরম দৃশ্য, তাল, খেজুর, আম, জাম গাছের সারি, নয়ন দিঘির জলে রাজহাঁসের ভেসে বেড়ানো, পানকৌড়ির ডুব দেওয়া—এসবই প্রকৃতির এক সুন্দর সমন্বয়। গ্রামের সবুজ ডাঙায় গরু-মহিষের চরে বেড়ানো, রাখালের বাঁশি, লতানো গাছে ভরে থাকা খেতমাঠ, আর কৃষকের অক্লান্ত পরিশ্রম—সবই যেন গ্রামের প্রাণ ও জীবন। বধূদের কলসী কাঁখে জল আনতে যাওয়া, পাড়ার কুকুরগুলোর ধুলো ওড়ানো, সরু আঁকাবাঁকা গলি পথ—এসবই গ্রামের প্রতিদিনের ছবির অংশ।

সূর্যাস্তের পর যখন সাঁঝের আঁধার নামে, তখন গ্রামের "সাঁঝের সানাই" এক অন্যরকম আবেশ তৈরি করে। আবার মধ্যরাতের হুক্কা হুয়া ডাক, শীতলের পর নতুন প্রভাত, আর আকাশে উদিত রবি—এসবই যেন গ্রামের নিত্যদিনের বৈচিত্র্যময় জীবনের প্রতিচ্ছবি। সব মিলিয়ে, কবি লক্ষ্মণ ভাণ্ডারীর এই কবিতাটি শুধু একটি গ্রামের বর্ণনা নয়, বরং এটি একটি স্মৃতিকাতর উপস্থাপনা, যা গ্রামের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধাকে আরও গভীর করে তোলে।


গাঁয়ের মাটি স্বর্গ সমান সবার সেরা আমার গ্রাম
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে সুশীতল তরুছায়ে

ছোট ছোট মাটির কুটির,

দূরে গ্রাম সীমানায় রাঙাপথ চলে যায়

দেখা যায় অজয়ের তীর।


রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে

খেজুর সুপারি আম জাম,

নয়ন দিঘির জলে রাজহাঁস ভেসে চলে

পানকৌড়ি ডুবে অবিরাম।


সবুজ ডাঙার পরে গরু ও মহিষ চরে

রাখাল বাজায় তার বাঁশি,

সবুজ লতানো গাছে খেতমাঠ ভরে আছে

মাঠে মাঠে চাষ করে চাষী।


বধূরা কলসী কাঁখে জল নিয়ে দিঘি থেকে

চলে সবে আপন ঘরেতে,

পাড়ার কুকুরগুলো রাস্তায় উড়ায় ধূলো,

আঁকাবাঁকা সরু গলি পথে,


দিনশেষে তারপরে সূর্যি ডুবে নদীচরে

সাঁঝের আঁধার নামে গাঁয়ে,

আমার গাঁয়ের মাঝে সাঁঝের সানাই বাজে

দূরে কাঁকন তলার বাঁয়ে।




Rate this content
Log in