STORYMIRROR

Laxman Bhandary

Others

4  

Laxman Bhandary

Others

ভাইফোঁটা উত্সব (বিবিধ কবিতা) কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ভাইফোঁটা উত্সব (বিবিধ কবিতা) কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

3 mins
1

কবি লক্ষ্মণ ভাণ্ডারীর কলমে ভাইফোঁটা উৎসবের এক সুন্দর চিত্র ফুটে উঠেছে। ভাইফোঁটা, যা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বোনের দেওয়া ফোঁটা এবং ভাইয়ের মঙ্গল কামনার প্রতীক, তা এই উৎসবে নতুন মাত্রা যোগ করে। কবি তাঁর কবিতায় বলেছেন যে, ভাইফোঁটা দিবসে বোনেরা তাদের ভাইদের ললাটে চন্দন, ধান্য ও দূর্বা দিয়ে ফোঁটা দেয়। এই বিশেষ দিনে, এই ফোঁটা যমের দুয়ারকে বন্ধ করে দেয় এবং ভাইকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

ভাইয়েরা তাদের বোনদের নতুন বস্ত্র উপহার দেয় এবং বোনদের দেওয়া ফোঁটা তাদের আয়ু, যশ এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। এই উৎসব ভাই-বোনের মধ্যে ভালবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এই দিনে মিষ্টি, ফল এবং অন্যান্য উপহার বিনিময় হয়, যা ভাই-বোনের সম্পর্ককে আরও মধুর করে তোলে। কবি লক্ষ্মণ ভাণ্ডারী এই কবিতার মাধ্যমে ভাইফোঁটা উৎসবের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেছেন, যেখানে ভাই-বোনের অটুট বন্ধন এবং একে অপরের প্রতি শুভকামনা বিশেষভাবে প্রকাশ পায়।


ভাইফোঁটা উত্সব (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ভাইফোঁটা দিবসে ভগিনী ফোঁটা দেয়,
ভ্রাতা ভগিনীর কাছে ভাইফোঁটা নেয়।
ভ্রাতৃ দ্বিতীয়ায় তাই ভারি ধূম পড়ে,
হাসি খুশি কলরব, প্রতি ঘরে ঘরে।

আপন ভ্রাতার শিরে ধান্য দূর্বা দিয়ে
ললাটে চন্দন ফোঁটা প্ৰদীপ জ্বালিয়ে।
আজিকার শুভক্ষণে যদি দেয় ফোঁটা,
যমের দুয়ারে জানি পড়িবেক কাঁটা।

ভ্রাতৃ-দ্বিতীয়ার দিন পূণ্য তিথি কয়,
ঘরে ঘরে ভাইফোঁটা ভারি ঘুম হয়।
সুগন্ধিত ধূপ দীপ নানা উপহার,
ভগিনীরা ফোঁটা দেয় ললাটে ভ্রাতার।

আজিকার দিনে যদি বোন ফোঁটা দেয়,
সাধ্য কার ভাই তার যম কেড়ে নেয়।
ধান্য দূর্বা ফুল দিয়ে নিয়ে আশীর্বাদ,
কপালেতে দেয় ফোঁটা পুরে মনোসাধ।

সুমিষ্টান্ন ফলমূল বিবিধ প্রকার,
ভগিনী প্রদান করে হস্তেতে ভ্রাতার।
সবশেষে গুঁয়াপান দেয় বিধিমতে,
সারাদিন আলাপন ভ্রাতার সহিতে।

জ্বলে দীপ শঙ্খ বাজে পূণ্য শুভক্ষণে,
ভায়ের কপালে ফোঁটা দেয় সযতনে।
চন্দনের ফোঁটা দেয় ভ্রাতার ললাটে,
সারাদিন ভাইফোঁটা হর্ষে দিন কাটে।

ভ্রাতা করে ভগিনীরে নব বস্ত্র দান,
দিনেদিনে ভ্রাতা পায় অর্থ যশ মান।
আয়ুবৃদ্ধি হয় শুভক্ষণে ফোঁটা দিলে,
গ্রহদোষ নষ্ট হয়, চিত্তে শান্তি মিলে।

ঘরে ঘরে ভাইফোঁটা বিধিমতে হয়,
শুভদিনে ফোঁটা দিলে কাটে যমভয়।
ভ্রাতৃভালে দেয় ফোঁটা ভগিনীসকল,
বিধাতার কাছে চাহে ভ্রাতার মঙ্গল

ধান্য দূর্বা ধূপ দীপ, সুগন্ধি চন্দন,
সুমিষ্টান্ন দ্রব্য কত করে আয়োজন।
ধান্য দূর্বা শিরে দেয় কপালে চন্দন,
ভাইবোনে ওঠে গড়ে প্রীতির বন্ধন।

উপহার বিনিময় ভাই-বোন মিলে
আয়ুবৃদ্ধি হয় বোন ভাইফোঁটা দিলে।
ভাইবোনে গড়ে ওঠে স্নেহের বন্ধন,
ভাইফোঁটা কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।

মনে রাখবেন:-

ভাইফোঁটার সময় আসন পেতে ভাইকে বসিয়ে দিন। মনে রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর ভাইয়ের কপালে টিকা লাগান ও ভাইয়ের হাতে লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করুন। ভাইফোঁটার দিন বোন ও ভাইয়েরা নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন। ভাইয়ের কাছ থেকে পাওয়া উপহারকে বোনেদের অবশ্যই সম্মান দেওয়া উচিত। বোনেরা ভাইকে টিকা পড়াবার আগে উপোস থাকবেন। এই দিনে ভুলেও বোন এবং ভাই কেউ কাউকে যেন মিথ্যা না বলে। ভাইকে ফোঁটা দেওয়ার সময় বোনদের কালো কাপড় পরা উচিত নয়। ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্রতম দিবসে সারা বিশ্বের সব দিদিদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম আর বোনেদের জন্য রইল আমার শুভাশীর্বাদ। সবাই ভালো থাকুন। জয়গুরু!




Rate this content
Log in