সে বলেছিলো...
সে বলেছিলো...


সে বলেছিলো.....
ইচ্ছে ডানার রং গুলো থাকবে লেগে
জীবনের কার্নিশে,
ভালোবাসা মিশে যাবে আকাশে আকাশে।
উদাশ পথে মন হবে নিখোঁজ,
হাওয়ার বাঁশীতে আছে সুরের খোঁজ।
সে বলেছিলো.....
মেঘের মাঝে অভিমান কেন....?
বৃষ্টি ফোঁটায় চিবুক ভিজে,
কেন নেই মুখে হাসি ...?
দূর বোকা এই তো কাছে , ভালোবাসি...ভালোবাসি....।
সে বলেছিলো.....
স্রোতের টানে আসা যাওয়া;
আর মনের উঠোন জড়িয়ে কিছু বাঁধা,
জীবন মানে আর কিছু নয়
মন্দ ভালো মিশে এক ধাঁধা।
আলো ছায়া জুড়ে দিন প্রতিদিনের গল্পে;
মনকেমন টাকে দূরে.. .....রাখো।
স্বপ্ন দিয়ে এ হৃদয় ঢাকো।
সে বলেছিলো......
একদিন শান্ত আবেশে পথ হেঁটে যাবে দিগন্ত বরাবর,
জানো নাকি প্রেম আজো ও যাযাবর।