STORYMIRROR

Abhijit Halder

Others

4  

Abhijit Halder

Others

সবুজ হত্যা

সবুজ হত্যা

1 min
198

দিনে দিনে বাড়ছে কত জন

সবুজ হত্যা হচ্ছে দিনভর;

পরিবেশে দূষিত বাতাস

কালো ধোঁয়া সারাক্ষণ।

শহরের রাজপথে পথে

নেই তো সবুজের ছোঁয়া

আছে শুধু কংক্রিটের স্তূপ,

আকাশকে ছুঁয়ে যাচ্ছে দিনে দিনে।

সবুজ হত্যা হচ্ছে রক্তের স্রোতে

বোতলে ভরে অক্সিজেন

কী হবে বাঁচার দাম;

আকাশ ভরা তারায় তারায়

নিভে যাবে চাঁদের আলো

জোনাকিরা সব অন্ধের দেশে,

হামাগুড়ি দেবে পথের শিশু

ধূলোতে মিশে জীবনের দম।

সবুজ হয়তো নামে সবুজে

মরণে সবুজের খোঁজ

হবে তখন শেষের রঙ

দিন যাবে থেমে,

পাহাড়ের উঁচু চূড়া থেকে

শীতল বাতাসের আনাগোনা অনুভবে।।


Rate this content
Log in