STORYMIRROR

Abhijit Halder

Others

3  

Abhijit Halder

Others

রক্তে লেখা ভারতবর্ষ

রক্তে লেখা ভারতবর্ষ

1 min
229

কত শহীদের প্রাণের বিনিময়ে

রক্তে লেখা নাম ভারতবর্ষ।


তোমাকে দুর্ভিক্ষের আগুনে পুড়তে দেখেছি,

মেশিনগানের বুলেটে দেখেছি স্বাধীনতা

তুমি আসবে বলে এ স্বাধীনতা;

হৃদয় কাঁপানো রক্তের নদী বেয়ে

হে স্বাধীনতা তুমি এসেছো,



আমার হাড়-ভাঙা পাঁজরে ফুটে উঠেছে

রক্তে লেখা নাম ভারতবর্ষ।

ত্রিবর্ণ রঞ্জিত পতাকা মেলে ধরবার জন্য হে স্বাধীনতা;

তোমাকে ভারতবর্ষের প্রতিটি মানুষের ভালোবাসা

পাওয়ার জন্য এই স্বাধীনতা।



ভারতবর্ষের প্রতিটি মানুষের ঝাঁঝরা বুকে

যে নাম ফুটে উঠেছে তার নাম স্বাধীনতা

তার নাম দেশপ্রেম, বীরত্বের ছায়া;

তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা

এ দেশ পবিত্র জন্মভূমি ভারতবর্ষ।



হাজারো মায়ের কোল খালি করে

তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা

শুধু তোমাকে পাওয়ার জন্য এ ভারতবর্ষ।













Rate this content
Log in