STORYMIRROR

Debasmita Ray Das

Others

3  

Debasmita Ray Das

Others

প্রিয় বন্ধু

প্রিয় বন্ধু

1 min
15.9K


বাঁকে বাঁকে শুধু তোরই স্মৃতি

যা আজো পায়নি বিস্মৃতি

অলিতে গলিতে তোর হাতেরই ছোঁয়ায় টান

গেয়ে বেড়ায় আজো মন ভোলানো গান।

স্কুলের পাশে ফুচকা তাও তোরই সাথে

আউটরাম ঘাট, বেলুড় মনে মায়া গাঁথে

ছুটির ঘন্টা জাগাতো মনে খুশির হাওয়া

সেই আবার তোর হাত ধরে মনের পথে যাওয়া।

পরীক্ষার ভয় চেপে বসলে মনে

সেই তুইই তো পাশে থাকতিস সারাক্ষণে

রাত জাগা পাখির গান তখন আমাদের পুঁথি পাঁজি

হাসিমুখে পাশে থাকতে সর্বদা তুই রাজি।

আজ তবে কেন আর হাত বাড়াসনা এদিকে

চলে গেছিস আজকের হাওয়া নিয়ে গেছে যেই দিকে

মনের টানের নেই কি তবে সত্যি কোন মানে

আছে বন্ধু দ্বীপ জ্বালা এখনো সেখানে।

থাকে যদি একবার আমার হাত ধরে তুই বল্ 

মাথায় হাত বুলিয়ে কানে বন্ধু চল্

উড়িয়ে দিয়ে সব চিন্তা ধরি তবে বাজি

বুকের মাঝেই রাখতে তোকে আজো আমি রাজি।।

#postiveindia


Rate this content
Log in