পরিবার
পরিবার
আমাদের পরিবার সুখী পরিবার
সুখ আহ্লাদ মায়া মমতা স্নেহ ভালবাসার
নেই কোনো পারাবার
আমাদের পরিবার সুখী পরিবার।
আমি আছি ভাই আছে বোন আছে
আর আছে দাদা দিদি মজা দেদার
আছে মা আছে বাবা আমার পরম গুরু
তাদের কাছেই প্রথম আমার শিক্ষা হয় শুরু।
মা আমার মমতাময়ী বিরক্তি নেই কোন
সারাদিন সব সামলে ও বর্ষিত হয় স্নেহধারা
তার বাণীতে সকাল-সন্ধ্যে সারাদিনে মুক্তঝরা।
বাবা আমার দায় দায়িত্ব পালনে সবার সেরা
দুষ্টুমিতে আমাদের মাঝে মাঝে দেয় সায়
শুধু পড়ার বেলায় ভীষণ কড়া।
আছেন আমার সোনা ঠাম্মি
আছেন ভালো দাদু
ঝুলি ভরা আছে তাদের গল্পকথা জাদু।
যখন আমার ভাল্লাগেনা ঘুম আসে না
মন লাগেনা কোন কাজে
কেমন করে তারা যেন যায় যে বুঝে।
তেমনি আসেন বলেন দাদুভাই
আমার কাছে আয় দেখি ভাই
তোকে একটি গল্প শোনাই
দেদার মজায় গল্প শুনে টের পাই না
কখন যেন ঘুমিয়ে যাই।
ঠাম্মি তখন আমার মাথা তার কোলে নেয
মাথায় আমার হাত বুলিয়ে দেয়
আমি কেমন ঘুমের মাঝে স্বপ্নের দেশে চলে যাই।
