প্রাচীন মহল
প্রাচীন মহল
ইতিহাস খুঁজতে গিয়ে
পেলাম এক প্রাচীন মহল
মহল খানির পুরোটাই দেখি
সোনার পাহাড় করেছে দখল।
পশুর মমি মানুষ মমি
দাঁড়িয়ে আছে দুই পাশেতে
দেখে তাদের মনে হয়
রয়েছে যেন পাহাড়াতে।
সোনার ট্রফি রুবি পান্না
ব্যাগ ভরে নিতে নেইকো মানা
মশাল জ্বলে দুই ধারেতে
দেখে দুচোখ খুব ধাঁধাতে
ওরে বাপরে পিঠ দেয়ালের
মাঝখানেতে ঐইটে বোধহয় রাজা ছিল
তাকিয়ে এদিকে দুইজনাতে।
রাজার নাকের ডগার তলায়
আছে এক বন্ধ সিন্দুক
আরেক মেয়ে থামের উপর
নিচে তাকিয়ে নামিয়ে চিবুক।
ওরে বাপরে একি কাণ্ড!!!
চল দেখি চল পালা এখুনি
ওরে বাবা না হলে খাবি
রাজার প্রহরীর সেই পিটুনি।
