STORYMIRROR

Abhijit Halder

Others

3  

Abhijit Halder

Others

নতুন বছর

নতুন বছর

1 min
242

একের পর এক বছর

    আসে আবার নতুন করে

নতুন বছর, কেমন করে!

    দিনের পর দিন

       রাতের পর রাত।

সূর্য ডোবে চন্দ্র ওঠে

       দিনের শেষে রাত আসে-

       রাজনীতি শেষে দিন;

       বিদায় নেয় এই বছর

       আসে আবার নতুন বছর।

     নতুন বছর নতুন করে

           গানের সুরে নতুন সাজে

     নতুন মোর নতুন আলো

        রাঙিয়ে তোলে সকাল গুলো।

     মিষ্টি রোদের মিষ্টি হাসি

        বসে থাকা সরকারগুলো।

নতুন বছরে নতুন করে

    পারি দিই পরের শ্রেণী;

নতুন বইয়ের নতুন ছবি

    খেলার আবার নতুন সাথী।

নতুন বছরের নতুন খাবার

    খাই আমরা সকলে মিলে,

একের পর এক বছর

    পারি দিই অজানা দেশে।।



Rate this content
Log in