না থাকতো
না থাকতো


না এই মন থাকতো , না মনকেমন থাকতো ।
হতভাগা ভালোবাসার উঁকিঝুঁকি বন্ধও হয় না !
কীসের এত চোখ , ঠোঁটের গবেষণা
যখন সেই ফটোর মেয়েটিকে দেখেই বলবে ,
" হ্যাঁ বেশ পছন্দ হয়েছে । "
চুপচাপ বসে নিজের চরকায় তেল দাও ;
হুঁ শুধু ওর বর্ণনা , ওর গুণকীর্তন !
বলতে তো আর পারবে না আর পারলেও
জীইয়ে রাখতে পারবে না , তবে অত ঔৎসুক্য কেন ?
শোনো হে করে পাওয়া চোদ্দো আনা
আই.টি প্রফেশনাল ,
জানলা ফানলা বন্ধ করে বসো ,
পকেটের জোরও থাকা চাই বুঝলে ?
তুমি মধ্যবিত্ত চললে ভ্যালেন্টাইন মানাতে !
অবোধ , বোকা , মাথামোটা বললেও কম হয় -
বাজারে আজকাল প্রেম কিনতে পাওয়া যায় ,
দু-একটা কিনে শোকেসে সাজিয়ে রাখলেই পারো
তাহলেই আর কাউকে তোমাকে
দুয়ায় ইয়াদ রাখতে হবে না ।