মুক্তির স্বাদ
মুক্তির স্বাদ


বহুদিন ঘরবন্দি জীবনের কাটাতে একঘেয়েমি,
গাড়ী নিয়ে খোলা রাস্তায় কাল বেরিয়ে পড়লাম আমি।
আলোর মালায় সজ্জিত ঝলমলে মহানগরী,
এক পলকে হলো মনে যেন নিদ্রিত কোন মায়াপুরী!!
শুনশান সড়ক আর জনহীন মহল্লা,
রাস্তায় নেই যে বসে একটিও চা-ওয়ালা।
বোধ হোল কোন রূপকথার কল্পরাজ্য কিংবা স্বপ্নপুরী,
পড়েছে ঘুমিয়ে অঙ্গ তার আলোর চাদরে মুরি।
যে শহর জানেনা থামতে,সারাদিন জনসমুদ্রে ভাসে-
যানবাহন ভরা রাস্তা আর মানুষের ভীড়ে ঠাসা বাসে!
লোকে লোকারণ্য, জন অরণ্য-শহর কোলকাতা,
ছুটছে সবাই দিন-রাত,এত তার ব্যস্ততা!!
ঘোরা, খাওয়া,গল্প-গুজব,শিল্পীর সমাবেশ
আনন্দ-উৎসব,হৈ-হুল্লোড়ের হেথা হয়না কখনো শেষ।
কল্লোল মুখর এ শহর -সিটি অফ জয়,
সদাই দেখি এ শহরে খুশির হাওয়া বয়।
আজ এ শহর লাগছে কেনো এত অচেনা!!
কারণটা কারোর বুঝি নয়কো অজানা।
কোন যাদু কাঠি নয়,নয় কোন রূপকথা,
করোণার ভয়াল রূপে ঘুরছে সবার মাথা।
থমকে গেছে জনজীবন,থমকে গেছে নগর,
করোণার পরশে নিস্তব্ধ হয়েছে এ শহর।
ঘুম তার ভাঙবে জানি বিজ্ঞানের পরশে
মাতবো সেদিন সবাই মোরা আনন্দ-উল্লাসে।