Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Recitation by G. Nayak

Abstract Romance Inspirational

1.0  

Recitation by G. Nayak

Abstract Romance Inspirational

মাতৃভাষা

মাতৃভাষা

1 min
357



বাংলা ভাষা মায়ের ভাষা মায়ার চাদর ঢাকা,

মায়ের গন্ধ লেগে আছে বাবার পরশ মাখা।

ভোরের বেলায় রাখালিয়া ঘুম ভাঙিয়ে যায়,

কবিগান, ভাটিয়ালী, বাউল সবার মন ভোলায়।

ইংরেজি ছেড়ে বাংলা চর্চা করেন মধুসূদন,

তাঁর সৃষ্ট চতুর্দশপদী করে খ্যাতি অর্জন।

বাংলায় রবি ঠাকুর জয় করেছেন বিশ্ব,

বাংলা ভাষা সম্পদশালী, নয় মোটেই নিঃস্ব।


তবু সে ভাষায় লেগে আছে আজও রক্তের দাগ,

ভাষার তরে রফিক সালাম করে আত্মত্যাগ।

২১শে ফেব্রুয়ারি আসে ঘুরেফিরে বারবার,

বাংলা মোদের নয়ন মণি গর্ব অহঙ্কার।

ইউনেস্কো ঘোষণা করেছে, বাংলা মধুরতম,

বাংলা মোদের ধ্যান জ্ঞান, বাংলা মাতৃসম।

বাংলার গর্বে গর্বিত মোরা, মোদের প্রাণের ভাষা,

বাংলা মোদের স্বপ্ন আশা বাংলা ভালোবাসা।

জীবন দিয়েও রাখব মোরা বাংলার সম্মান,

রন্ধ্রে রন্ধ্রে বাংলা মোদের সদা বহমান।


Rate this content
Log in

More bengali poem from Recitation by G. Nayak

Similar bengali poem from Abstract