কল্পনার ডানা
কল্পনার ডানা


নীল আকাশে খুব জমেছে আজ সাদা মেঘের খেলা,
কে যেন চলেছে ভেসে, চড়ে কলার ভেলা।
রাজায় রাজায় হচ্ছে যুদ্ধ, হাতি ঘোড়ায় চড়ে,
সৈন্যরাও সব লড়ছে লড়াই লোহার বর্ম পরে।
তীর-বর্শা-বল্লম ছুঁড়ছে সবে,চলছে মহা রণ,
তরবারির ঘায়ে কুপোকাত হচ্ছে মানুষ-জন।
না সইতে পেরে হানাহানি,হেরি অপর পানে চেয়ে ,
ফুলের ডালি হাতে দাঁড়ায়ে, মিষ্টি এক মেয়ে।
মধুর তার মুখের হাসি, অপরূপ তার রূপ।
আমায় দেখে বললে হেসে-
কেন অমনি করে বসে আছিস চুপ!!
বিশ্ববাংলার মেলা বসেছে, দেখতে যাবি চল,
মুষড়ে বলি বৃষ্টি আসছে-বাইরে যাই কি করে বল!!
হাসলো মেয়ে ,ছড়িয়ে তার মুক্তো ঝড়ানো হাসি-
বললে ওরে পৌঁছে যাবি বেলকনিতে বসি।
চেয়ে থাক তুই আকাশ পানে, মনের সাথে কর খেলা,
দেখবি তখন ,দেখতে পাবি জমজমাটি মেলা।
অবাক হয়ে যেই আমি আকাশ পানে দেখি,
দূর দূরান্ত হতে আসা শিল্পীরা
তাদের পসরা সাজিয়ে বসি আছে একি!!!
রং বাহারি জামা-কাপড়,গয়নাগাটি কত,
ঘর সজ্জার দ্রব্য, আর আসবাবপত্র যত।
কি নেই হেথায় ভাবছি আমি, ভাবছি আমি ভাই,
নোনতা , মিষ্টি, মুখরোচক বলো তোমার কি চাই?
সব কিছুই মিলবে হেথায়, হাজার লোকের ভীড় ,
কোনটা ছেড়ে কোনটা কিনি-করছি মনস্থির।
ভাবতে ভাবতে কখন যেন হয়েছি আনমন-
সামনে দেখি ফুলে ভরা নন্দন কানন -
এতো অপরূপ ফুলের শোভা - রং বাহারি মনলোভা!!
গোলাপ,বকুল,পদ্ম,বেলি - দেখছি আমি চক্ষু মেলি।
যুঁই-কামিনি-রজনীগন্ধার
সুবাসে মেতেছে সন্ধ্যা।
পরমানন্দে ছুটছি আমি,এ ফুল থেকে ও ফুলে,
কে আমি, কোথায় আমি সবকিছু আজ ভুলে।
হঠাৎ একি হলো!!কোথায় হারাল পুষ্প উদ্যান?
কোথায় হারাল সব!!
ঘন কালো মেঘে ছেয়েছে গগন, থেমেছে পাখির কলরব।
স্বপ্ন আর কল্পনা এক হয়েছে আজ,
বিকেল গড়িয়ে কখন যেন হয়ে গেল সাঁঝ!!