কল্পনা
কল্পনা


যখন তুমি একলা ঘরে-
নিশিথ নিভৃত রাতে,
বা হারায়েছো পথ কোনো এক
অজানা গহন বনের পথে,
নয়তো কোনো বিজন দ্বীপের
তপ্ত বালু চরে!!!
হাতের কাছে নাই যেথা
কোনো আনন্দদানের সাধন !!-
কল্পনার ডানা মেলে ভেসে যাও তুমি
না মেনে কোনো বাঁধন।
মন কে নিয়ে তখন তুমি
কোরো , একটু নাড়াচাডা-
দেখবে মিষ্টি কতো কল্পনার জাল বুনতে,
তোমার এ উদাস মন মেলেছে তার ডানা।
যেথা খুশী,সেথায় যাও-
মর্জি মতো সবই খাও,
বানাও তোমার স্বপ্নের বাড়ি,
ঘোরো চড়ে হাওয়া গাড়ি,
নাচো, গাও, বাদ্যি বাজাও-
করো তা সব - যা মন চায়।
কোনো বাঁধা- ই মেনো না আজ
মর্জি মতো এগিয়ে যাও।
বুঝবে তখন সবই মেকি,
নিজের মন কে যে দিয়েছো ফাঁকি।
আজি হতে তাই পেতে আনন্দের সন্ধান-
শোনো শুধু অন্তরের কথা,
শেখো হেরিতে রঙিন স্বপ্ন,
আর বুনিতে কল্পনার জাল।