খিদে
খিদে

1 min

917
কাঁটাতার বিহীন গ্রাম
ওপার থেকে এপারে,
তলপেটে জমেনি কাম
প্রশ্নচিহ্ন হাতে সময়
জঠরে মরু হাহাকার
পাকস্থলি খিদে দৃষ্টিময়,
কিশোর চোখে নিষিদ্ধ স্নান
স্তন যদি উদার থালা
বৃন্তে সেঁকারুটি ঘ্রাণ,
কদুঊরু পথে নেমে গেলে
বেড়ে ওঠে অজানা খিদে
গরম ভাতের গন্ধ মেলে,
রোদ জমেছে সুখের মেদে
ঝরা পাতা সেসব দিন
নিরুদ্দেশে অভিমানী খিদে।