কবি কল্পনা
কবি কল্পনা


সুখ,দু:খ,বেদনা আর হাসি কান্না যত,
কবিতা হয়ে পড়ে ঝড়ে মণি- মুক্তোর মত।
সুন্দর যা সবই কবিতা- কবিতা ছন্দময়,
নিজের ছন্দে প্রবহমান- নদীর মত বয়।
উঁচুনীচু আঁকাবাঁকা পথ- রোদ মেঘ বৃষ্টি,
কবিতা হয়ে ঝরতে পারে, যে কোনো অপরূপ সৃষ্টি।
পাহাড়,বন,নদী,সাগর,জল,সবুজ ঘাসের মাঠ,
কিংবা অলস দুপুরের -কোনো নির্জন পুকুর ঘাট।
সুন্দরী রমণী বা মায়ের ত্যাগের কথা
কবিতা হয়ে উঠতে পারে-কোনো বীরপুরুষের গৌরব গাথা।
শষ্য ভরা শ্যামল মাঠ ,আর গোলাভরা ধান,
শিশুর সরল মিষ্টি হাসি আর পাখির কলতান।
ভাল কথা,ভাল ছবি-চন্দ্র, সূর্য, তারা,
কবির কবিতায় সবকিছুই পারে দিতে ধরা।
ফুলের শোভা-মনলোভা-লজ্জা ঘৃণা,ভয়,
শব্দ আর ছন্দ পেলে, সবই কবিতা হয়।