STORYMIRROR

Abhijit Halder

Others

3  

Abhijit Halder

Others

জীবন্ত চোখের কবিতা

জীবন্ত চোখের কবিতা

1 min
180


       যখন সবাই চিরঘুমে আচ্ছন্ন

 আমি তখন জেগে থাকি কবিতার পাতায়

        আমার জ্বলিতমান চোখ

        খুঁজে যায় কবিতার ভাষা।

     রাত যখন গভীর থেকে গহীন হয়

   ঠিক তখনই কবিতার পাতা চোখ মেলে

   -আমার জ্বলিতমান চোখের সামনে-

  আর আমাকে নিয়ে যায় কবিতার দেশে।

    আকাশের নীল মেঘেরা চুপিসারে

 আমার নীল ডায়েরির জীবন্ত পালকের

    মুখে মুখে প্রবেশ করে নিশিরাতে

    আর লিখে দেয়:-

 হিমালয় হতে এভারেস্ট জয়ের কাহিনী।

    কোনো এক অচেনা দেশে

আমার লেখা 'জীবন্ত চোখের কবিতা'

    প্রবেশ করে ঝড়ো বাতাসে;

কোনো এক যাযাবর মরুভূমির বুকে

 পথ হারিয়ে চলে যায় বহু দূরে

ঠিক সেই মুহূর্তে আমার লেখা কবিতা

তাহাকে পথ দেখিয়ে নিয়ে আসে জীবনে।

   যখনই সবাই বিপদে পড়িবে

   চোখ বুজিয়া স্বয়ন করিবে

আমার লেখা কবিতার লাইন'গুলো

আর জীবন পেয়ে যাবে কবিতার দেশে।




Rate this content
Log in