STORYMIRROR

Sipra Debnath

Children Stories Inspirational

3  

Sipra Debnath

Children Stories Inspirational

হতে পারো

হতে পারো

1 min
192


দেশের প্রতি নিয়োজিত যদি হয়

দেহ মন প্রাণ আত্মা তবে তুমি 

হতে পারো আরেক মহাত্মা।

মহান শক্তিশালী মেরুদন্ড ধারী

উন্নত শির সবল মনের অধিকারী,

দৃঢ়চেতা মানবিক জনগণ গড়তে

সর্বোচ্চ শিখরে স্বদেশকে নিয়ে যেতে,

এগিয়ে এসে যে পারবে নেতৃত্ব দিতে

সে হবে আগামীর নেতা-জী পৃথিবীতে,

যদি বিবেক তোমার জাগ্রত করো

দেশের উন্নতি কল্পে যদি চেতনায় আনন্দ ধরো

তবে তুমি আরেক বিবেকানন্দ হতে পারো।

দেশাত্মবোধ মুখে নয় থাকুক সকল প্রাণে

দেশসেবা স্ট্যাটাস আপডেটে নয়,

হোক ঘুরে ঘুরে গরিবের দোরে দোরে

যদি পারো দেশের দারিদ্রতা দূর করে।



ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍