STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Others

4  

Partha Pratim Guha Neogy

Others

হেঁয়ালি

হেঁয়ালি

1 min
522

রাতের শেষ ট্রেন, মফস্বলের এক ঘুমন্ত স্টেশন

ক্লান্ত ছিল নিদ্রায় আচ্ছন্ন মন

ঠিক সেই মুহুর্তে এসেছিল অন্তরের তাড়না

আমার খোঁজে…

কর্কশ যান্ত্রিক ঝিক ঝিক শব্দের মাঝেও ছিল

এক নিষ্ঠুর নৈঃশব্দ্য

জানালার বাইরে চলমান চিত্রপট 

অন্ধকারাছন্ন গাঢ় দৃশ্যপটে

তেপান্তরের সেই সীমাহীন মাঠ

মাঝে মাঝে বৃক্ষ সারির খাপছাড়া অবয়ব

ঠিক যেন আমার মত… !

মর্ত্যের বুকে আছড়ে পড়া অবাধ্য বিদ্যুতের ইন্দ্রজাল

মায়াবী ঠান্ডা বাতাসের চোরা স্রোত জানায়

প্রকৃতির রহস্য উদ্ধারের প্রলোভনের হাতছানি

আজ কতদিন পর, লোকালয় ছেড়ে

নিভৃতে, গোপনে এক বিস্তৃত বালুচরে

মানচিত্রের সীমানায় অবরুদ্ধ

চঞ্চল ধর্ষিতা মৃতপ্রায় নদী

ডানা ভাঙা পাখির মত ঝাপটে ঝাপটে

হারানোর ভয় তুচ্ছ করে

রোমাঞ্চকর, এক অদ্ভুত শিহরনের অনুভব

নিজের অজান্তেই হয়ত কোনদিন দেখে ফেলেছিলাম

নীল আকাশের নির্লজ্জ বিস্তৃতি

চা বাগান, টং দোকান আর জোনাকীর সৌন্দর্য

স্বপ্ন অনুধাবনের করুন অনুতাপ আর

মহাকালের নোঙর বিহীন শূন্যতা 

তাই কি অভিব্যাক্তিহীন আমি?? নাকি

সূচবিদ্ধ কোন প্রহেলিকা??


Rate this content
Log in