STORYMIRROR

Chiranjib Halder

Classics

2  

Chiranjib Halder

Classics

হে অদ্ভুত সরনি

হে অদ্ভুত সরনি

1 min
524


অনুভব সরনি দিয়ে যে রাস্তা সোজা চলে গেছে,

পালঙ্ক দেশের পাশ দিয়ে যে রাস্তা সোজা দক্ষিনে,

বনমালি যে রাস্তা খরগোসের মত অনন্ত সবু্‌জ,

কোন সরাইখানা ছাড়া এ রাস্তায় অন্ধ গায়কের গান,

পাখিদের ঠোঁট থেকে নেমে আসা সাংসারিক উদ্ভিদ,

জঞ্জাল ভাটিতে ফেলে যাওয়া হৃদয় কারিগরের আলো,

ক্যালেন্ডারের সমস্ত পাতা ওল্টানোর পর এক সাদা রাস্তায় কে বা কারা রেখে গেছে

নিরবিচ্ছিন্ন ডানার সাংকেতিক লিপি ---

তুমি কি আখতারুজ্জামানের বন্ধু।

তুমি কি ইসমাইল মার্চেন্টের প্রথম প্রেমিকার বিলাসদ্রবের সরবরাহকারী ।

হে অদ্ভুত সরনি তুমি কি আমাকে দিয়ে মিথ্যে লিখিয়ে নেবে।

তোমরা কি জানো কোন ঘরে স্বর্নগোধিকা এসেছিলেন।

সব বকল্মাজনিত আত্মজ্ঞান রামকৃষ্ণঘাট পেরিয়ে তুলো ফলের বিকাল পেরিয়ে

চৌহদ্দি মর্মের অন্তস্থলে নিরুদ্দেশ।

তুমি কি আশ্চর্য পেঁয়াজের শেষ স্তরে জেগে থাকা দহনকর্মের অবিনশ্বর ছায়া।

হে অদ্ভুত সরনি তুমি আমকে দিয়ে আর কত মিথ্যে লেখাবে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics