STORYMIRROR

Subrata Nandi

Others

2  

Subrata Nandi

Others

গণপ্রজাতন্ত্র দিবস-৩

গণপ্রজাতন্ত্র দিবস-৩

1 min
333

দেশটা এখন অনেকটাই স্বাধীন!

তবে কেন গণতন্ত্র আজ পরাধীন?

মাটির পরশ আজ সবুজবিহীন,

এটাই বুঝি কালের "আচ্ছে দিন"!


অনেক স্বপ্ন, অনেক উচ্চাশা,

পাল্টে যাচ্ছে বাঁচার পরিভাষা,

নকল মানুষ, আসল মুখোশ!

বাঁচার লড়াইয়ে নিত্য আপোস।


অন্ন-বস্ত্র, মাথা গোঁজার ঠাঁই,

স্বাধীনতায় তো এইটুকুই চাই,

"গরিবি হটাও" বক্তৃতায় জোয়ার,

শূন্য ঝুলি, অধরা সুখের সওয়ার।


Rate this content
Log in