একার গান
একার গান


একা তুলি সেল্ফি,
একা রাঁধি ভাত ৷
একা খাই কুল্ফি,
একা কাটে রাত ৷৷
একা একা গান শুনি,
একা দেখি মূভি ৷
একা শীতে কনকনি,
সোম কিবা রবি ৷৷
একা একা ভাবি হায়,
একা একা হাসি ৷
একা চোখ ছলছল,
একা ভালবাসি ৷৷
কবি গুরু বলিয়াছে—
একলা চলো,
থকে যাই চলিয়া,
হরি দিন গেল ৷৷
আর কেগো একা আছ,
ধরো দেখি তান ৷
এক সাথে গেয়ে ফেলি —
একাকীর গান ৷৷