এক অদম্য
এক অদম্য
এক অদম্য
সাহসী ছেলে ছিল সবার,
আদর্শে সে করুণার সাগর,
বলতো সে বিয়ে হোক আবার,
অবুঝ ছোট্ট পুচকে সব বিধবার।
ছিল এক অসীম উদ্যমী ছেলে,
মনে তার ভীষণ উৎসাহ খেলে,
চাইতো সে শিখুক লেখাপড়া,
এবার নিরীহ সব মেয়ে ছেলে।
ছিল এক লেখা-পোকা ছেলে,
বিচারবুদ্ধি তার ভীষণ প্রখর,
সারাদিন তাই লিখেই চলে ,
শিশু- পাঠ্য অন্য কাজ ফেলে।
ছিল যে এক খুব দয়ার সাগর,
দয়া মায়ায় যে ভরা তার অন্তর,
যেখানে যখন বিপদের গন্ধ পেতেন,
অচিরেই সেখানে পৌঁছে যেতেন।
এক যে ছিল নারী দরদী,
ভীষণ উদার মনটা যার,
যখন দেখতো তাদের গৃহবন্দী,
হয়ে আসত তার হৃদয়ভার।
কুসংস্কারের গায়ে আগুন দিয়ে,
অসাধ্য সাধনে করল সংস্কার,
"মনুসংহিতা" হয়েছিল তখন তার,
অভিযানে অনেক বড় হাতিয়ার।
মুক্তাঙ্গনে মেয়েদের জায়গা দিতে ,
হয়েছে লড়তে নারীশিক্ষায় স্কুল গড়তে,
মহান ব্রতে সবার আগে আসেন তিনি,
সবাই বিদ্যাসাগর নামে যাকে চিনি।
