এইতো সেদিন
এইতো সেদিন


এইতো সেদিন..
ঝড়ো হাওয়ায় এলোমেলো সবটা,
থমকে যাওয়া সময়
বিষন্নতার ঘরে,
ঝিরিঝিরি বৃষ্টি নামে মেঘের আবদারে।
এইতো সেদিন উদাস মন,
ঘুঘুর ডাকে দুপুর বেলায়,
বুকের বাঁ দিক যায় ভেসে জানি না
কিসের অপেক্ষায়।
বালিয়াড়ির এ প্রান্ত থেকে ও প্রান্তে
ছড়িয়ে কিছু গল্প কিছু ব্যাথা।
ভালোলাগা লুকিয়ে যায় শব্দের ভীড়ে;
আজও মন বাঁচে তোমার কথায় তোমার সুরে।
এইতো সেদিন একলা মন,
অবসাদ অকারন।
আকাশ চাওয়া মুক্তির সন্ধান,
নদীর পাড় জুড়ে ভাঙ্গনের অভিমান।
স্রোতের টানে কখন কি জানি কোথায় আছি,
যত দূরে যাই ফিরে আসি তোমার কাছাকাছি।