দুঃখ তুমি
দুঃখ তুমি


দুঃখ তুমি
শুকনো ভাতের দানায়
উষ্ণতার স্বাদ খুঁজে নিও।
দুঃখ তুমি
ঘাত প্রতিঘাতে নির্বিশেষে
স্বচ্ছ হৃদয় খুঁজে নিও।
দুঃখ তুমি
শ্রমের লাঙ্গল ফলার শানে
মাটি খুঁড়ে ফসল খুঁজে নিও।
দুঃখ তুমি
দু’চোখ বুঁজে অন্ধকারে
সূর্য মাখা দিন খুঁজে নিও।
দুঃখ তুমি
ঢালা বৃষ্টির ফোঁটায়
ঝিলমিল আকাশ খুঁজে নিও।
দুঃখ তুমি
কঠিন বলিদানের দাগে
ভাগ্যের ভাগ খুঁজে নিও।
দুঃখ তুমি
সংঘর্ষের আখার কাঠে
ফুলকো রুটির ভাপ খুঁজে নিও।
দুঃখ তুমি
সম্পর্কের ইটপাথরে মাঠে
আজ ভিটের টুকরো খুঁজে নিও।
দুঃখ তুমি
খুলে অন্তরের গাঁঠ
সহজ মনের জাত খুঁজে নিও।
দুঃখ তুমি
বিভাজনের চৌকাঠে
উত্সবী বিধান খুঁজে নিও।
দুঃখ তুমি
নারীর মাতৃত্বের কোলে
আগামী দিনের দীপ্তি খুঁজে নিও।
দুঃখ তুমি
জীবনের কোরা পাতায়
প্রবৃত্তির দিক প্রবাহ খুঁজে নিও।
দুঃখ তুমি
সময়ের বুনোনিতে
ইতিহাসের পরিহাস খুঁজে নিও।
দুঃখ তুমি
সম্প্রীতির সেমিনারে
মানুষের মেরুদন্ড খুঁজে নিও।
দুঃখ তুমি
বিপর্যয়ের আয়নায়
হৃদয়ের একান্তে শান্তি খুঁজে নিও।
দুঃখ তুমি
জীবনের কাব্য গ্রন্থ
মৃতোপম শব্দের হাড়ে খুঁজে নিও।