চতুর্থ সেপ্টেম্বর
চতুর্থ সেপ্টেম্বর


সেদিন যখন সেতু ভাঙ্গল বেলা শেষে
এক গৃহকোণে ছিঁড়ে যায় নাড়ির ইহটান,
ভাঙ্গা, ছেড়া, চলে যাওয়া শব্দগুলো
লিখে ফেলা যায় এক নিমেষে।
মর্মমূলে জেগে থাকে ছায়া ঘেরা মায়া
সকাল তখন হাত রেখেছে সদ্য যুবা দিনের কাঁধে
সারা ঘরে ছড়িয়ে তোমার মা মা গন্ধ
প্রশান্তি মুখে শুয়ে তোমার কায়া।
নীরবে যেন বলে গেলে
“সবাইকে দেখিস, সাবধানে থাকিস”,
ভেঙ্গে পরে ব্রিজ ৪ই সেপ্টেম্বর
বিষন্ন দিন ঢলে গোধূলির কোলে।