চিনিমাঞ্জা
চিনিমাঞ্জা


নগরের বুকে আজি শমন জারি ,
চিনিসুতো বিকিকিনি বারোয়ারি ।
মরণের তলোয়ার খাপ খুলে ,
নিক প্রাণ সীমাহীন জাত ভুলে ;
তবু উৎসব থেকে যায় স্বার্থের যোগে ,
নির্দোষ মানুষেরা সবখানে ভোগে ।
ওরা আদর করছে ভাবে ঘুড়ির সুতোয় ,
লাটাইয়ে ধরা প্রাণ হাতের মুঠোয় ।
মোটরের বুকে চড়ে যমালোক পাড় ,
গলায় বসে যায় মাঞ্জা এই যার ।
পথচারীর যাত্রাপথে ওড়ে আসে ,
কাচের গুঁড়ো কন্ঠ ভালোবাসে ।
ভাইসব কেন কষো শুধু মৃত্যুপাঞ্জা ,
বর্জন করোই না বরং চিনিমাঞ্জা ।
উৎসব আনন্দ করার প্রিয় জেনো ,
পাপ দূর করে আরও খুশির হয় যেন ।