STORYMIRROR

Sucharita Das

Others

2  

Sucharita Das

Others

ছোটবেলা

ছোটবেলা

1 min
595

প্রিয় ডায়েরি,


চলো না আজ মনের জগতে,

নিজেই ভ্রমণ করি।

ছোটবেলার কিছু স্মৃতিতে,

মনের মণিকোঠা খানি ভরি।

ছোট্ট আমি ছিলাম ভারী,

গল্প প্রিয় ভীষণ।

গল্প শোনার নেশায় আমি

মানতাম না কোনো শাসন।

গল্পে ছিল রাজকন্যা, রাজপুত্র

আর ব্যঙ্গমা ব্যঙ্গমীর সম্ভার।

আরো ছিল ভুষন্ডীর মাঠে,

ভুতেদের আলোচনার সম্ভার।

ভয়ে জড়োসড়ো আমি,

গলা শুকিয়ে কাঠ।

কোথায় গেল হারিয়ে সেই,

ছোটবেলার গল্প শোনার রাত।

ঠাকুরমার সেই স্নেহের ছোঁয়ায়,

ভরিয়ে দেওয়া হাত।

আজ মন কেমনের সঙ্গী 

সবার মুঠোফোন।

নেই কোথাও ঠাকুরমার

স্নেহের সম্বোধন।

বড্ড হারাই ছোটবেলার

গল্প শোনার দিনগুলি।

যেখানে মনে মনে শুধু

ছোটবেলাকেই স্মরি।


Rate this content
Log in