The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Sucharita Das

Others

2  

Sucharita Das

Others

ছবির স্মৃতিতে

ছবির স্মৃতিতে

1 min
187


প্রিয় ডায়েরি, ঘরবন্দী আমরা আজ বড়ই অসহায়, সময়ের ফেরে আজ বন্দী প্রায়। বসেছিলাম নির্জন দুপুরে , পুরাতন ছবির সংগ্ৰহ নিয়ে। ফিরেছিলাম একুশ বছর আগের অতীতে, নববিবাহিতা তখন আমি ছবির জগতে। পুরানো মানুষ জন ঘিরে আছে তাতে, কেউ আছে, কেউ নেই বর্তমানে সাথে। মনকে মেনে আর মানিয়ে নেওয়ার সাথে। অসহায় আমি আজ সময়ের হাতে। এসেছিল কোল আলো করে এক পরী, ভরে দিয়েছে সে মমতার ঝুলি। আদরে, আবেগে, দুষ্টুমির ফাঁকে ভরিয়ে রেখেছে সে আমার মমতাকে। ছোট্ট পরী আজ অষ্টাদশী কন্যা, রূপে গুণে সে হয়েছে অনন্যা। তাকে ঘিরে আমার স্বপ্ন আর আশা, কে বলে মেয়ে মানে নিরাশা? গর্বিত জননী আমি আমার কন্যার, প্রতিটি ক্ষণ সে অনুপ্রেরণা আমার। আজকের দিন ছবির স্মৃতিতে কাটলো, নতুন সূর্য নিয়ে আসুক নতুন ভোরের আলো।


Rate this content
Log in