চাবির গুচ্ছ
চাবির গুচ্ছ
হাতে চাবির গুচ্ছ
সহজে দরজা খোলা বা বন্ধ রাখা
ঘরের বাইরে ভেতরে যাওয়া আসা করা
স্বাধীন স্বয়ম্ভর
নিশ্চুপ ঘুম
চাবির গুচ্ছর ঝনঝন
যেন সুখ দুঃখ কথার বন্ধন
গুচ্ছের ভেতর আঁকড়ে জীবন যাপন
চাবি সম্পর্ক, চাবি সহায়, চাবি সমাধান
চাবি সময়, চাবি গৃহস্থালির অবস্থান
চাবি নারীর সঙ্গত ঘরকন্নার সংগীত
চাবির গুচ্ছর ঝনঝন।