STORYMIRROR

Srabani Gupta

Abstract

0  

Srabani Gupta

Abstract

বিসর্জনের আগে

বিসর্জনের আগে

1 min
524


কোথায় যেন একটা থমকে দাঁড়ানোর দিন এসে গেছে

কেমন যেন একটা হলকা

একটা বিরাম চিহ্ন টেনে দিলে বেশ হয়

বেশ হয় চন্দ্রবিন্দু জুড়ে গেলে


চন্দ্রযান ফেলিয়র হোক্ বা না হোক্

যেমনটা কারো কারো আসে যায় না

তেমনটা আমার নয়

তুমি সরে গেলে আমিও দিনে তারা দেখি 


কোথায় যেন একটা আশ্বিন আশ্বিন গন্ধ

আর একটু পরেই খোঁপায় গুঁজতে হবে ফুল

হয়তোবা গোলাপকু়ঁড়ি

নেহাৎ খামখেয়ালি সময়ে


এবারে হয়তো সে সব নেই

এবারে হয়তো দেবী দেবী রাত হবে না উন্মাদ

তবু গন্ধ বিকেলে দরজায় কড়া নেড়ে যাব একবার

শব দেহ শনাক্ত করাটা যে ভীষণ জরুরি|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract