বিশিষ্ট বিজয়াদশমী শারদ সংখ্যা
বিশিষ্ট বিজয়াদশমী শারদ সংখ্যা


শারদীয়া দুর্গাপূজা হল বাংলা ভূমির দীর্ঘকালস্থায়ী দেশাচার,
বিজয়াদশমী দিন পর্য্যন্ত হয়ে মাতা শক্তি স্বরূপিণীর উপচার
আশ্বিন শুক্লদশমী দিবসে শ্রীক্ষেত্রের জন্য বহু বিশেষ,
রাজাধিরাজ শ্রীজগন্নাথ স্বামীর হয়ে এহি দিন রাজরাজেশ্বর সুবর্ণ বেশ
অতি প্রাচীন পরম্পরা হল পুরী গোসাণী ঠাকুরানীর যাত্রা,
মহাশক্তি মহামায়া মহাদেবীর হল এতৎ বিশিষ্ট অলৌকিক যাত্রা
জগৎ জননী দেবী দূর্গা সহ দেবী মহালক্ষ্মী বাগ্দেবী পরম পূজনীয়,
মহিষাসুর মর্দিনীকে সাহায্য করণ গণনায়ক শ্রী গণেশ শক্তিপানি কার্তিকেয়
সীতাপতি রঘুপতি রাঘব রামের অভিরাম গুণগান চিরন্তন হবেন অবিরল অবিরাম,
লঙ্কাধিপতি রাক্ষসরাজ রাবণের প্রতি বিজয় সম্প্রাপ্ত করলেন মর্য্যাদা পুরুষোত্তম শ্রীরাম
অত্যন্ত সুপ্রসিদ্ধ যে বিবাহিত মহিলার ঐতিহ্যবাহী সিঁদুর খেলার রীতি,
যাহা হল বিবাহিত হিন্দু নারীর বিজয়দশামির সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি
হিমাচল প্রদেশে পালিত হয়ে কুল্লু দশেরা,
শ্রীরঘুনাথের রথযাত্রা পার্বণ হল অত্যন্ত সেরা
দুর্জন হননের প্রতীক হল মেঘনাদ কুম্ভকর্ণ রাবণের দহন,
সভ্য সমাজ থেকে দোষ দুরাচারের এই প্রকার দরকার চিরদিনের গমন
সার্বজনীন দূর্গা মণ্ডপে হয়ে জন সমাগম,
ভক্তি ভাবনার প্রবাহ যেখানে সতত হয়ে সুগম
বিশিষ্ট বিজয়াদশমী দুর্গোৎসব হল নিত্য নূতন পুরাতন পর্ব,
ভারতীয় সনাতন ধৰ্ম অনুগামীর হেতু যাহা সর্বদা অনুপম অপূর্ব