ভালোবাসা
ভালোবাসা


থাকো পাশে কিছুক্ষন
যেতে দিতে চায় না মন
কত কথা রইলো বাকি
তুমি এলে কেনো চুপ থাকি
কাছাকাছি বসে শুধু
তোমার গন্ধ কত সু-মধু
এতকাল পারিনি বলতে মুখে
তোমায় রাখব জড়িয়ে এই বুকে
কেটে যাক জ্যোৎস্না মাখা রাত
তার পরই আসবে নতুন প্রভাত
পথ চলা আজ কাল পরশু
ঝগড়া, রাগ সঙ্গে অনুরাগের অশ্রু
এই ভাবে আঙুলে আঙুল ধরা
ভালোবাসা থাক জীবন ভরা