ভালো থাকা
ভালো থাকা


পরপর এভাবে
সজ্ঞানে স্বভাবে
পুষছি পরিবর্তন|
দিনশেষে মিলেমিশে
অভ্যেসে না ভেসে
হাসিটুকু ধুয়ে মুছে
একা হাত ভালো থাকে কী ভীষণ!
পরপর এভাবে
সজ্ঞানে স্বভাবে
পুষছি পরিবর্তন|
দিনশেষে মিলেমিশে
অভ্যেসে না ভেসে
হাসিটুকু ধুয়ে মুছে
একা হাত ভালো থাকে কী ভীষণ!