STORYMIRROR

Nurul Hoque

Others

5  

Nurul Hoque

Others

বাবাকে আর যায় না দেখা

বাবাকে আর যায় না দেখা

1 min
1.2K

ডাকাতিয়ার বাঁকে

বাবাকে আর যায় না দেখা

বাবা এখন অচিন দেশে থাকে।


ডাকাতিয়ার পাড়ে বাবার বাড়ি

বাবা ছিলেন জলের রাজা

বাবার ছিলো শ্বেত বরণ দাড়ি।


সেই ডাকাতিয়ার বাঁকে

আম্মা আমার যায় না জলে

মাটির কলসি কাঁখে।


তারাও আজ দূর আকাশের পাখি

আমার বাবার খেলার সাথী যারা

বাবার মতো আসতে কাছে ডাকি।


আমার ডাকে দেয় না সাড়া কেউ

সবাই যেন ঘুমে অচেতন

আমার ডাকে জলে উঠে ঢেউ।


আজ শৈশব আমায় ডাকে

আয় আয় চলে আয় নূরু

বাবার ডাকাতিয়ার বাঁকে।


কেমন করে যাই সেখানে আমি

মনে পড়ে বাবার সকল স্মৃতি

কেমন করে নদীর জলে নামি।


Rate this content
Log in