অতিথি করনা
অতিথি করনা


মানুষ কভু জানত না যে,
আসবে এমন সময়।
বিশ্বজুড়ে দাপট তাদের,
বাড়বে তত ভয়।
না না তারা ডাকাত নহে,
নহে অশরীরী।
তারা হল ভাইরাস,
বিশ্ব মহামারী।
জানতো না মানুষ তখন,
করল অবহেলা।
শুরু হল মৃত্যুমিছিল,
মানুষ মরার খেলা।
হায় ঈশ্বর,তুমি এতকী পাথর?
বাঁচাও সকল প্রাণ।
এই জীবাণু ধ্বংস হলেই,
হবে মানব কল্যাণ।
অহংকার হল সবার,
পতনের কারণ।
"বেরাস না ঘর থেকে",
করল কত বারন।
কে শোনে কার কথা,
শুধুই অবিশ্বাস।
এর পরিনাম হল কী ভালো?
পড়ল শত লাস।
হঠাৎ শোনা যাচ্ছে,
করনা ভাইরাস ছড়াচ্ছে।
সবাই প্রাণ হারাচ্ছে,
সবাই প্রাণ হারাচ্ছে।
তোমরা নাকি মানুষ,
বুদ্ধিমান প্রাণী।
এই তোমাদের বুদ্ধির নমুনা,
হচ্ছে প্রাণহানি।
রোধ করতে চাইলে একে,
মানো কিছু নিয়ম।
ঘরবন্দি হয়ে থাকো,
ঝামেলা করো কম।
হাত মেলানো বন্ধ করো,
করো তবে প্রণাম।
"তোমার কী বুদ্ধি আছে"?
দাও তার প্রমাণ।
সাবান দিয়ে হাত ধোয়,
খাবার আগে পরে।
যতই হোক অনটন,
বন্দি থাকো ঘরে।
চিন্তা করেছ,'অভাব যাদের',
চিরকালই ছিল।
দিন আনে দিন খায় তারা,
তারা কী আছে ভালো।
জীবন খুবই অল্পদিনের,
আনন্দ করে কাটাও।
বন্দি হয়ে থেকে ঘরে
পরিবার টাকে বাচাও।