অনন্তের পূর্বে
অনন্তের পূর্বে


স্মৃতি চারণার বিহ্বলতা,
জীবন ব্যপিয়া কত কথা
উদিবে বুঝিবা একান্ত নির্জনতায়,
নিজের সাথে স্মৃতির কথায়৷
সাগর মাঝারে যেমন তরঙ্গ,
জীবন-পাথারে কতই না রঙ্গ;
আবার যেমতি সর্বগ্রাসী ঢেউ—
কতই না বেদনা, বলিতে পারে কি কেউ?
অতলস্পর্শী চিন্তাচেতনার
প্রবল ঘূর্ণিঝড়-
তবু অম্লান, চির উজ্জ্বল
স্থাপত্য মর্মর৷
অব্যক্ত ভাবাবেগের
ঘনঘটায় হায়!
বুঝিবা স্মৃতির সারণী
স্বচ্ছতা হারায়৷
আলোআঁধারির অবাধ ক্রীড়া
দিচ্ছে প্রলেপ-
নাকি, কেবল
বাড়াচ্ছে পীড়া?
অবাঞ্ছিত কর্তব্যের
কি বা অভিপ্রায়?
হয়তো তাকে
নিয়ত ভাবায়৷
তারপর?
তারপর অনন্ত সাগরে
অনন্তের আহ্বান;
অনন্তেই দেয়া পাড়ি,
স্হান-কালের মাত্রা ছাড়ি...৷৷