STORYMIRROR

Nandita Pal

Abstract Tragedy

4.3  

Nandita Pal

Abstract Tragedy

আনন্দমেলা

আনন্দমেলা

1 min
11.7K


গঙ্গা পেরিয়ে শহর আমার,

সবুজে সবুজ স্মৃতির বাহার।

আনন্দমেলায় ঘেরা বন্ধুদের ভিড় 

পায়ে হেটে স্কুল, দলবেঁধে আমরা ওই।

সপ্তাহে নাচের স্কুল, গানের ও 

ভীষণ ব্যস্ত সময়, আনন্দে মন থৈ।


পাড়ায় বসন্ত অনুষ্ঠানের মহড়া 

কাকিমা পিসি মাসি দাদু বোন 

মিলেমিশে এ পাড়া ও পাড়া।

সেবারের নাটক আরো জমজমাট 

দত্ত কাকু আর পিসির সংসারে ভারী ঝঞ্ঝাট!


পথের প্রতিটি বাঁক একদম চেনা;

দুদিন বাইরে না গেলে পাশের বাড়ির ডাক 

পৌষপার্বনে কার বাড়ির পুলি নরম -

বিজয়াতে নারকেল নাড়ু খাওয়ার জোর ধুম।

সরস্বতী পুজোয় সেই প্রথম শাড়ি।

কে কা

র দিকে তাকালো সেই নিয়ে তর্কের ঝুড়ি।


অষ্টমীতে মণ্ডপে কাজ আমাদের ভাগ করা,

নবমীর সন্ধে দল বেঁধে ঠাকুর দেখা।

সেবারে দশমীতে রানু ট্রেন লাইনে কেন শেষ

আজ ও মনের কোণে সেই প্রশ্নের রেশ।

রিকশায় শহর এপার ওপার,

বাসে চড়া হয়তো বছরে একবার।

প্রাণের শহর আজও বুকের তলে,

তার সঞ্চিত গল্পগুলো যেন বলে চলে।


বড় হবার প্রথম দিনগুলো;

আলো, আশা, চাপা ভয় দূরে যাবার।

কলেজ যাবার দিন এগিয়ে আসে,

ট্রেন ছাড়ার বেলা, ঠায় দাঁড়িয়ে আপনজনেরা,

চোখের জলে মন জানালা ঝাপসা করা।

বছর বছর পেরিয়ে, আজ ও একই টান;

দিনের শেষে অপূর্ব সেই ভাওয়াইয়া গান।  



Rate this content
Log in

Similar bengali poem from Abstract