আড্ডা
আড্ডা


আমোদ প্রিয় বাঙালী, আড্ডা তার প্রাণ,
সকাল হলেই থলে হাতে বাজারে অবশ্যই যান।
খুব জমিয়ে বাজার করে বিড়িতে দিয়ে একটি সুখ টান,
জমাটি আড্ডা দিতে তিনি চায়ের দোকানে যান।
বাঙালীর আড্ডা , সে তো শুধু অসার আড্ডা নয়,
বাঙালীর আড্ডা মানে পুরো বিশ্বজয়।
ক্রিকেট, ফুটবল কিংবা রাজনীতি-
রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি,
ওয়ার্ল্ডকাপ, অলিম্পিক বা এশিয়াড-
চর্চায় তার যায়না যে ,কোনো কিছুই বাদ।।
আইন,অর্থনীতি, গ্রহ- উপগ্রহ,
অথবা ধর্মালোচনা থেকে যুদ্ধ- বিগ্রহ।
সিনেমা, বায়োস্কোপ আর আবিষ্কার,
যে কোনো আলোচনায় বাঙালীর জুড়ি মেলা ভার।
চায়ের দোকান, রাস্তার মোড় বা পাড়ার রক
রাতদিন চলে শুধু আড্ডা আর বকবক।
বাঙালীর আড্ডা তার কথায়,চিন্তায়, মননে,
আড্ডার ভূমিকা অপরিসীম তাই সকল বাঙালীর জীবনে।