Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Piyali Mukherjee

Abstract Inspirational

4.4  

Piyali Mukherjee

Abstract Inspirational

।। হলুদ রোদ।। (চতুর্থ দিন)

।। হলুদ রোদ।। (চতুর্থ দিন)

2 mins
429


#ডায়েরির খোলা পাতা


 একটু একটু ক'রে দূরত্ব বাড়ে 

মেঘবলয় তৈরি হয় ..

তৈরি হয় বলয়গ্রাস .. তখন দেখি 

মুখের চারপাশে আর 

চুলের অদ্ভুত বেষ্টনীতে 

মুখ আধো-চাঁদ জেগে আছে ,

কিন্তু ঠান্ডা , কিন্তু বহুদূর ..


একটু একটু করে নৈকট্য বাড়ে ..

মাঝখানে কেটে যায় বহু হিমশৈলের রাত 

 দেওয়ালে পিঠ রেখে 

যে-যার মুঠোফোনে নেট দেখি, গেম খেলি,

ক্রমশঃই কথা কমে যায়, 

কথার ঝুলিরা সব হয়ে যায় খালি,

মায়াবনও হয় শূন্য, নেই মালি ।

তারপর, হঠাৎই একদিন, একটা 

খুব বড়ো ক'রে, কড়া করে রোদ ওঠে !

হলুদ রঙের রোদ।

কেউ ডাকে, 

'বরং আজ একটা কফি হবে নাকি 

একটা বড়ো মগে ?

এমন করেই সঙ্গ ধার ক'রে,  

এইভাবে চন্দ্রকলার মতো বাড়তে-বাড়তে, 

রোজ একটু-একটু করে,

ঠিক্ সেই আগেকার মতো, একদিন 

পুরোনো রাঁদেভুও ফিরে আসে। 

ফিরে আসে বন্ধুত্বের হাত ....


সব শত্তুরের মুখে ছাই দিয়ে,

আমরা আবার ফিরে যাই সেই ছোটবেলার

দিনগুলোতে। আমাদের ফের সাযুজ্য হয় ।

হলুদ রোদ, আনন্দের দিন আর ছোটোবেলার কথা

সব মিলেমিশে একাকার হয়ে যায়।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়) 

.......................................................................


Rate this content
Log in