STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Others

3  

Shyamasree (শ্যামশ্রী)

Others

উল্টো পুরাণ

উল্টো পুরাণ

1 min
207

"কি মনো দা ব্যাগ পত্র গুছিয়ে কোথায় চললেন?"

"কোথায় আবার মেয়ের সাথে ব্যাঙ্গালোরে। "

"হঠাৎ ব্যাঙ্গালোর কেন? ঘুরতে না চিকিৎসার জন্য?"

" সেসব কিছু না,আমাদের বুড়ো-বুড়ি দুইজনকে মেয়ে বেঁধে নিয়ে যাচ্ছে ওর সাথে, বলুন তো এই বয়েসে বাড়ি ছেড়ে থাকতে ইচ্ছে হয়? কিন্তু মেয়ে শুনলে না।"

ওদিক থেকে মায়ের হাত ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসা মেয়ে উত্তর দেয় "শুনবো কেন কাকু? ভাই তো মা-বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমি আগে ভাগে নিতে এলাম, আগে মায়ের চাকরির অজুহাত ছিল, এই মাস থেকে সেই অজুহাতও ঘুচেছে । যদিও বা দুই কামরার ঘর ওখানে। তবুও যাই করি এই স্বাদের ভাগ যে আমি কাউকে দিতে পারবো না, ভাইকেও না, ছোটবেলায় ও বেশী আদর পেয়েছে, এবার আমার পালা। " বলে একমুখ হাসি নিয়ে মা-বাবাকে গাড়িতে তুলে এসে প্রণাম করে বললো "আসি কাকু, বাড়িটা একটু দেখে রাখবেন, চেষ্টা করছি এই নিজের কুটিরে ফেরার, দেখি কবে সম্ভব হয়।"

"সে দেখবো, এসো মা,ভালো থেকো সুখে থেকো।"বলে বিনয় বাবু চলে যাওয়া গাড়িটির দিকে চেয়ে রইলেন,আগে শোনা যেত মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা নিয়ে সন্তানদের মধ্যে প্রতিযোগিতা চলছে। এ যেন উল্টো পুরাণ। তবে কি আবারও বিবেক জাগছে মানুষের?


Rate this content
Log in