সম্বোধন
সম্বোধন


প্রিয় ডায়েরি,
ধরনী আজ এক ভয়ংকর মারণ ব্যাধি তে আক্রান্ত হয়েছে। সমগ্ৰ ধরনী আজ পরাজিত এক অনু জীবের হাতে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব আজ বড়ই অসহায় এক অনু জীবের কাছে।মৃত্যুভয় আজ আমাদের জাতি, ধর্ম নির্বিশেষে এক পঙক্তিতে দাঁড় করিয়ে দিয়েছে। সমগ্ৰ পৃথিবীর সঙ্গে সঙ্গে আজ ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। করোনা নামক এই মহামারী র করাল ছায়া আজ ক্রমশঃ পৃথিবীকে গ্ৰাস করে নিচ্ছে। নিজেদের সুরক্ষিত রাখতে আজ পুরো দুনিয়া ঘরবন্দী। আর করোনা দেখিয়ে চলেছে তার ভয়াবহ দাপট, তার ভয়াবহ ঔদ্ধত্য। কিন্তু আমরা তো শুনেছি, ঔদ্ধত্যের পতন নাকি অনিবার্য। তাহলে করোনা নামক এই ঔদ্ধত্যের পতন হচ্ছে না কেন? আজ আমাদের দেশের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। সামাজিক, অর্থনৈতিক দিক থেকে আজ আমরা পিছিয়ে গেছি বহু বছর পিছনে। জানিনা কি আছে এই অনিশ্চয়তা পূর্ণ ভবিষ্যতে। তাও আশায় দিন গুনে চলেছি সর্বক্ষণ, সমগ্ৰ বিশ্ববাসী কবে এক মহামারী মুক্ত নীরোগ পৃথিবীর সূর্যোদয় দেখব সেই আশায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদান্তে কলম রাখলাম।