পাহাড়ি ঝরনা
পাহাড়ি ঝরনা

1 min

775
বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান চেরাপুঞ্জি। উঁচু পাহাড়ের বুক চিরে মসৃন রাস্তা। সবুজে মোড়া অতুচ্চ পাহাড় আর তার অতল ছোঁয়া খাদের সঙ্গে খেলা চলছে সাদা কালো মেঘ বৃষ্টির। চলার পথের সঙ্গী হয় ছোট ছোট গ্রাম, সবুজ উপত্যকা, পাইন গাছের ছায়া, নাসপাতি, মেঘ। এছাড়াও আছে কয়লার খনি। এখানেই রয়েছে "সেভেন সিস্টার্স ফলস্"। পাহাড়ের উপর দিয়ে সাতটি ধারার জল গিয়ে পড়ছে পাহাড়ের খাদে। এই পাহাড়ি ঝরনা সকলের মন কাড়তে বাধ্য।