এ কি হলো! (প্রম্পট
এ কি হলো! (প্রম্পট
আমি ভাই খুব সাদা সিধে জীবন যাপন করি। কারুর সাতে পাঁচে থাকি না । অফিস আর বাড়ি, এই নিয়েই আমার জীবন । পাড়ায় কার কি হলো ও সবে আমি একদমই মাথা ঘামাই না । আমার বউ মাঝে মধ্যে এই নিয়ে আমার সঙ্গে ঝামেলা করে । বলে আমার এই স্বভাবের কারণে আমাকে নাকি কেউ পছন্দ করে না. । এতে আমার বয়েই গেলো । এই যে পাশের বাড়ির রথীন বাবু সারাদিন খাটুনির পর ও যে কোনো অসুবিধায় পাড়ার লোকেরা ওনাকেই বিরক্ত করে., আর উনি ও তেমনি হাসি মুখে আব্দার মেনে নেন. আর চললেন বাবু দশের কল্যানে । সাহসই হবে না কারুর আমার কাছে অসময়ে আসতে! এইসব ভাবতে ভাবতে হাটছিলেন বিকেলে, রবিবার দুপুরের খাবারটা একটু বেশিই হয়ে গেছিলো, তাই একটু হাটতে বেরিয়েছি । রাস্তায় গর্তটা খেয়াল হলো না. পড়ে গিয়ে অজ্ঞান. ।..............
চোখ মেলে দেখলাম হাসপাতালে শুয়ে আছি । গিন্নীর কাছ থেকে জানলাম রথীন বাবুর নেতৃত্বে পাড়ার লোকেদের মিলিত প্রচেস্টায় দুর্যোগ পূর্ণ অবহাওয়াতে আমাকে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়েছে ।