উদাসী চোখের স্বপ্ন
উদাসী চোখের স্বপ্ন
বাস্তব বড়ই কঠিন!
মেনে নিতে হয় মুখ বুজে সব কষ্ট,
আরশির মত টুকরো___
টুকরো হয়ে যায় কল্পনাবিলাসি মন,
বাস্তবের কঠিন কুঠারের আঘাতে,
তীব্র রক্তক্ষরন হতে থাকে হৃদয়ের__
গভীর হতে,
বাঁধভাঙা শ্রাবনের ধারা___
নামে দুই চোখ বেয়ে,
ভালোবাসার আবেগ পদদলিত___
হয় স্বার্থের কাছে,
তবুও মন আটকে থাকে ভালোবাসার
মোহ ঘেরা বেড়াজালে!
ছিন্ন করতে চাইনা এই বন্ধন!
থাকতে চাই মোহ ভরা
জগতের আড়ালে,
কল্পনা যদি কখনও বয়ে আনে__
রঙিন স্বপ্ন এই জীবন সমুদ্রে,
সমস্ত দুঃখ, কষ্ট,আঘাত ভুলে মন___
আবার ভেসে যাব নতুন তরী বেয়ে,
সাজাবো নতুন করে তাসের ঘর!
নিজেকে আবার জড়াবে আবেগের__
কঠিন শক্ত জালে,
স্বপ্ন বারবার হয় বাস্তবের কাছে ভঙ্গ,
মন আছড়ে পড়ে বাস্তবের মাটিতে,
মন বুঝেও বুঝতে চায়না কিছু!
ছুটে চলে তাই আলেয়ার পিছু পিছু,
চলতে চলতে যখন হয়
ভীষণ রকম ক্লান্ত,
তখন খোঁজে মুক্তির পথ____
কিন্তু বারবার হয় দিকভ্রান্ত!
ভালোবাসা এক মারন ব্যাধি!
গ্রাস করে মনকে একটু একটু করে,
মরতে দেয়না কিছুতেই!
কুড়ে কুড়ে খায় অন্তরকে,
তবুও মন ভালোবাসে,
ভালোবাসা খোঁজে!
অদ্ভুত এই ভালোবাসার খেলা___
চলতে থাকে ভবের মাঝে।
