STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

3  

শিপ্রা চক্রবর্তী

Others

তোমাতে আমি

তোমাতে আমি

1 min
232



আমার মর্মে তুমি,কর্মে তুমি,

আমার সকল চাওয়া পাওয়ার

মাঝেই তুমি।

আমার দুঃখে তুমি, সুখে তুমি,

আমার জীবন বীনার তরঙ্গ তুমি।

আমার হাসিতে তুমি, কান্নায় তুমি,

আমার সঠিক পথের দিশারী তুমি।

আমার জীবন তুমি, মৃত্যু তুমি,

আমার আত্মার পরম আত্মীয় তুমি।

আমার সূর্য তুমি, চন্দ্র তুমি,

আমার জীবনে উজ্জ্বল

আলোর উৎস তুমি ।

আমার ভোর তুমি, রাত্রি তুমি,

আমার অন্তিম পথের সহযাত্রি তুমি।

তুমি আছো তাই আমি আছি,

তোমাকে ঘিরে আজও বাঁচি।

রাত্রি শেষে যেমন ওঠে এক

সুন্দর ঝলমলে নতুন দিন,

তোমা ছাড়া সে দিন হয় বড্ড মূল‍্যহীন।

আজ জীবন পথ হয়েছে বড়ই মলিন,

দুঃখ, সুখ যা ছিল সব স্মৃতির পাতায়

হয়েছে বিলীন।

যা ছিল ভালো আমার করে দাও পূর্ণ,

তোমার পরশে মোর জীবন হোক ধন‍্য।


Rate this content
Log in