তোমার খোঁপা
তোমার খোঁপা


সাত সকালে ছুটি।
সূর্যের আলো তোমাকে ছুঁয়ে যাবার আগে।
টাটকা ফুলের মুঠি
স্বর্গের আসর সাজায় তোমার খোঁপার বাগে।
যৌবন ছুঁয়ে নিতে শরীর
সারা অঙ্গ আমার অধীর।
তোমার খোঁপার গর্তে গর্তে অজগরের বাস
বিপর্যয় জেনেও তোমায় জড়িয়ে বেঁচে আছি
তোমার এমন মোহন লোভন লাবণ্যের ফাঁস।
আসতেও রাজি অজগরের মুখের কাছাকাছি।