সুগন্ধী চিঠি
সুগন্ধী চিঠি


আমার জন্য তোর ঠিকানা থেকে আজ আর
কোনো সুগন্ধী চিঠি আসেনা।
আসবেনা হয়তো আর কোনোদিনও।
তবুও অপেক্ষা করি আজও,
বিশ্বাস হতে চায়না আজও তুই নেই।
আমার অপেক্ষার মুহূর্তরাও মাঝেমাঝে,
অট্টহাস্য করে আমায় দেখে।
তবুও পারিনি আজও তোকে ভুলতে।
দৌড়ে গিয়ে দরজা খুলি পিয়ন এলেই,
একটা অনিশ্চিত আশা নিয়ে।
জানি তোর ঠিকানা পাল্টেছে।
তবুও আমার বিশ্বাসেরা বেঁচে থাকতে চায়
নিজেদের বিশ্বাস নিয়ে, হোক না তা যতই মিথ্যা।