STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

3  

শিপ্রা চক্রবর্তী

Others

স্নেহময়ী প্রকৃতি

স্নেহময়ী প্রকৃতি

1 min
142



নীল আকাশ জুড়ে আজ কালো

মেঘের আনাগোনা,

এই বুঝি ঝড়ে পড়বে ভালোবাসায়

ভরা বৃষ্টির প্রত‍্যেকটি কনা।

পরম আবেশে ভিজিয়ে দেবে মাটির

কঠিন অভিমানি মন,

হাওয়ার তালে তালে আনন্দে নেচে

উঠবে সবুজ চাদরে ঘেরা

ঘাস ফুলেদের বোন।

বিদ‍্যুত চারিদিকে হুঙ্কার

দেবে ছড়িয়ে....,

ভয়ে গাছেদের প্রান বায়ু যেন

এই বুঝি যাবে বেড়িয়ে।

দামাল ছেলের মতো ঝড়ো হাওয়া

আনন্দে করবে মাতামাতি,

কিছুক্ষনের মধ‍্যে আবার শান্ত

হয়ে উঠবে প্রকৃতি।

বৃষ্টি চেয়ে নেবে বিদায় সকলের থেকে,

মেঘের আড়াল থেকে সূর্য

আবার উঠবে হেসে।

বর্ষার আগমনে এই ভাবেই চলতে

থাকে আকাশের বুকে মেঘেদের

লুকোচুরি খেলা,

দিকে দিকে হয় কত নতুন প্রানের

সঞ্চার প্রকৃতির বুকে ছড়ায়

সবুজের মেলা।




Rate this content
Log in