সময় স্রোতে
সময় স্রোতে
সময় বড় নিষ্ঠুর,
বয়ে চলে আপন স্রোতে,
জানি না কি আছে লেখা
আমার ভবিষ্যতে।
জীবন ডাইরির পাতা সহজে
হয়ে চলেছে শেষ,
কিন্তু এখনও যে অনেক কিছু করা
আছে বাকি!
আরও কিছু সময় পেলে হত বেশ।
কিন্তু তা তো যাবেনা পাওয়া!
সবকিছু পাওয়ার হিসাব গেছে মিটে,
তাই যাবেনা আর কিছুই চাওয়া
এই জীবন খাতে।
এই ছোট জীবন পথ যেন শেষ হয়ে
চলেছে কত তাড়াতাড়ি,
হঠাৎ কখন একদিন সঠিক গন্তব্যে
এসে ভিড়ে যাবে তরী।
যখন আমার চলার পথের গতী
দেখি পিছন ফিরে,
নিজেকে তখন হারিয়ে ফেলি
ফেলে আসা সুখো স্মৃতির ভীড়ে।
আরও কিছু সময় যদি পেতাম ফিরে,
হারিয়ে যাওয়া সুখের দিন গুলো
কাটাতাম ধীরে ধীরে।
যা কিছুর ভুলে এই জীবনের চলার
পথ হয়ে গেছে মোর ব্যর্থ,
সব কিছু শুধরে নিয়ে নতুন করে
শিখতাম বেঁচে থাকার আসল অর্থ।
পূর্ণ করতাম আমার যা কিছু কাজ
রয়ে গেছিল বাকি,
জীবন খাতার হিসাব যেত মিল
কিছুই যেতনা ফাঁকি।
